ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষক ও দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় এই পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় কতৃপক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকায় ওই দুই কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টটিং ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।
চাকরিচ্যুত দুই কর্মচারী হলেন- প্রকৌশলী দফতরে পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিক, যার বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ এবং অনঢজন হলেন পরিবহন দপ্তরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামান, যিনি অফিসে অনিয়মিত থাকতেন।
সিন্ডিকেট এর সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ বিষয়ে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ওইসব শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে ফিরে আসেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে না চললে কারও এখানে থাকা উচিত নয়।
প্রসঙ্গত, এর আগেও চলতি বছরের সেপ্টেম্বরের ২৯ তারিখ সিন্ডিকেট সভায় ছুটি শেষে নিজ নিজ চাকরিতে যোগদান না করার কারণে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ ও ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবরকে চাকরিচ্যুত করা হয়েছিল।