বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সহ বিএনপি নেতা অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবে ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দলের এক অনুষ্ঠানে যোগদান শেষে বের হওয়ার সময় তাকে আটক করে পুলিশ। এসময় আটক করা হয় বিএনপি নেতা অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদকে।
প্রসঙ্গত যে গতকাল বিএনপির হাফিজউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তারা আদালত থেকে জামিন পান। তাদেরকে সুপ্রিম কোর্টের সামনে বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
তবে আজ শুক্রবার বিএনপির অপর তিন নেতা এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদকে ঠিক কোন মামলায় বা আটকের কারন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।