fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাচবি'র চারটি হলে পুলিশের অভিযান; রাম দা, লোহার রড উদ্ধার

চবি’র চারটি হলে পুলিশের অভিযান; রাম দা, লোহার রড উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। চবি শাখা ছাত্রলীগের দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে পুলিশ তল্লাশি অভিযান চালায়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী ও শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের বলেন, “গতকাল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় চার হলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু রাম দা, লোহার রড ও চার বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। তবে কোন হল থেকেই কাউকে আটক করা হয় নি বলে জানান তিনি।”

প্রসঙ্গত, গত দুইদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হলে তল্লাশির এ উদ্যোগ নেওয়া হয়।

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে হামলা এবং সোহরাওয়ার্দী হল মোড়ে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই গ্রুপ ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) ও ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুই পক্ষের নেতা কর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

সংঘর্ষে জড়ানো পক্ষ দুটি হলো প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক পক্ষ চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী (সিএফসি) ও সিটি মেয়র আ জ ম নাসিরের সমর্থক পক্ষ সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলের অনুসারী (ভিএক্স)।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments