fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধচবি শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানি ঘটনায় আটক ৩

চবি শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানি ঘটনায় আটক ৩

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানির ঘটনায় তিনজনকে আটক করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের একটি দল আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানা যায়।

আটকরা হলেন- সোহাগ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫৬০৭৭) এর চালক এহসান করিম (২৭), সুপারভাইজার আলী আব্বাস (৩৫) ও হেলপার ভূট্টো (২৫)।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, চবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার সন্ধ্যার দিকে চান্দগাঁও এলাকা থেকে বাসচালক হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, রবিবার (১ ডিসেম্বর) বেলা ১২ টায় সিএমপির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, এর আগে ২৭ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের পটিয়া থেকে নগরীর ২নং গেইট এলাকায় আসার পথে সোহাগ পরিবহনের একটি বাসে ওই শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন। বুধবারের (২৭ নভেম্বর) ওই ঘটনার পুরো বিষয়টি বর্ণনা করে ওই শিক্ষার্থী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর পরেই পুলিশের তৎপরতায় আজ সন্ধ্যার পর তিন অভিযুক্তকে আটক করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments