সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
তারা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার ইছাকুড়ি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কুদ্দুছ নগর এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক করা হয়। তারা দু’জন ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে যাচ্ছিল।
আটককৃত দুই যুবকের বিরুদ্ধে রাতেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।