মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার জলাটুল চাকরীপাড়া মোড়ে ট্রাকের চাপায় ভ্যানযাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। সকাল সাড়ে ৯টার টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা খাতুন সদর উপজেলার সুন্দরপুর গ্রামের নুর আলমের স্ত্রী ও তার কন্যা সন্তান আনিকা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রেহেনা খাতুন তার মেয়েকে নিয়ে ভ্যানে করে স্কুলে যাওয়ার পথে জলাটুল চাকরিপাড়া মোড়ে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু।
এ ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।