fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাবরিশালে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার

বরিশালে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার

শনিবার (৭ ডিসেম্বর) বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। বানারীপাড়া থানার পুলিশ এই মৃতদেহ গুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- সলিয়াবাকপুর ইউনিয়নের কুয়েতপ্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), ভগ্নিপতি শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই ইউসুফ (৩২)।

বানারীপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। 

জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের রবের বৃদ্ধ মা মরিয়মের মরদেহ মিলে ঘরের বেলকনিতে, ভগ্নিপতি আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায়।

থানার পুলিশ জানায়, ওই বাড়ির সব ঘরের দরজা জানালা বন্ধ ছিল, শুধু ছাদের দরজা খোলা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা ছাদ দিয়ে পালিয়ে গেছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments