fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িঅন্যান্যঢাকায় ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঢাকায় ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার তেজগাঁওয়ে ময়লার স্তূপ থেকে নবজাতক এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। তেজগাঁও থানার পুলিশ সংবাদ পেয়ে  নাখালপাড়া বাবুলবাগ রেললাইনের কাছে ময়লার স্তূপ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ময়লার ডাস্টবিনে নবজাতকটি ওড়না দিয়ে প্যাঁচানো। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments