fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজশাহীতে আইসিইউ'তে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

রাজশাহীতে আইসিইউ’তে চিকিৎসাধীন আরও ১ জনের মৃত্যু

রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু। মৃতের নাম নবুয়াত আলী। এ নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে করোনার উপসর্গ নিয়ে একদিনেই তিনজনের মৃত্যু হলো।

কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের ব্যবস্থা করবে।

সূত্র জানায়, মৃত্যুর পর নবুয়াত আলীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা।

এর আগে রাত ৮টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে মতিউর রহমান (৫৬) নামে এক ব্যক্তি মারা যান। তারও করোনার উপসর্গ ছিল। রাজশাহী মহানগরীর পবা নতুনপাড়া এলাকায় তার বাড়ি।

এ ছাড়া সকাল ৯টার দিকে আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের আইসিইউতে মারা যান। তার বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়। এই দুজনেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments