বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে ।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম সচেতন বার্তাকে আগুন লাগার ঘটনার বিয়টি নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস মিডিয়া জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। সাড়ে ১০ টায় লাগা আগুন বেলা ১১টা ৯ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুনে পোড়া কারখানার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।