রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় একটি বাসা থেকে আলামিন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬শে জুন) সন্ধ্যায় রূপনগর ১৯/৩ নম্বর রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বণিক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, গত তিনমাস পূর্বে আলামিন গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায় একটি মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর মেয়েটি তাকে তালাক দিয়ে চলে যান। এরপর তিনি ঢাকায় চলে আসেন।
অধিকাংশ সময় আলামিন মানসিক অবসাদে ভুগতেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকে আজ তিনি ঘরে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।
মৃত আলামিনের বাড়ি নেত্রকোনা বারহাট্টা উপজেলায়। বাবার নাম মো. আকবর আলী।