যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। সারা দেশে রাস্তাঘাট নির্মাণ, বিদুৎ, পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়নে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এই গাজীপুরকে শহরে হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের জীবন যাত্রার মান পাল্টে দেয়ার জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এমনিভাবে দিনের পর দিন উন্নয়নের ছোঁয়া বইছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী এরশাদ নগর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নব-নির্মিত ৪তলা ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা ভূট্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমার মতি, জয়নাল আবেদীন, কাজী ইলিয়াস, যুবলীগ নেতা কামরুল আহসান রাসেল,আব্দুল জলিল গাজী, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জু ও রেজাউল করিম প্রমূখ