ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জের হঠাৎপাড়া যক্ষা রেলক্রসিং ছেড়ে যায়। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একজনের বয়স ৬০ ও অন্যজনের বয়স ৪০ বলে জানান ওসি।