রাজধানীর শ্যামলীতে ওভার ব্রিজের নিচে গতকাল মঙ্গলবার রাতে ট্রাকের চাপায় ইজদাদুল হক ( ৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে বেপরোয়া গতিতে ট্রাকটি শ্যামলী পদচারী–সেতুর নিচে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেল আরোহী ইজদাদুল হকের শরীর থেঁতলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ চালকের সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ করেছে। ইজদাজুল হকের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তাঁর বাবার নাম আবদুল মতিন।