fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীর মিরপুর ও মগবাজার থেকে ৮৬ কেজি গাঁজা আটক

রাজধানীর মিরপুর ও মগবাজার থেকে ৮৬ কেজি গাঁজা আটক

রাজধানীতে ৮৬ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনপ্রয়োগকারী সংস্থা। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ কবির হোসেন (৩৫) ও ফরহাদ হোসেন (২৮)। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার গভীররাতে পুলিশ রাজধানীর মগবাজারে চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ কবির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

ডিএমপির অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, গ্রেফতারকৃত কবির ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে রাজধানীতে নিয়ে আসতেন। এরপর এই গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। পরে গ্রেফতারকৃত কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রমনা মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে একই সময় রাজধানীর মিরপুর জনতা হাউজিং এলাকা একটি ট্রাক থেকে ৩৬ কেজি গাঁজাসহ ফরহাদ হোসেন নামে এক যুবকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর মডেল থানার জনতা হাউজিং এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ফরহাদকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ও একটি মিনিট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফরহাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মামলা হয়েছে বলে জানান এএসপি জিয়াউর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments