বগুড়া সদর উপজেলায় সাড়ে ২৫ কেজি গাঁজাসহ রাসেল খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (২৩ জানুয়ারি) রাতে র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সদর উপজেলার বিমানমোড় এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি মিনি ট্রাক এবং ৭০০ টাকা জব্দ করা হয়। রাসেল টাঙ্গাইল জেলার কালিজাতী উপজেলার মৃত মোলফত আলী খানের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) জানান, আটক মাদক ব্যবসায়ী রাসেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।