fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধগাজীপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুরে নিখোঁজের ৭ দিন পর প্রায় সাড়ে তিন বছর বয়সের এক শিশুর লাশ সোমবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে অপহরণ ও খুনের এঘটনায় তার সৎভাই নাহিদ সরকারকে (২২) গ্রেফতার করা হয়েছে।

নিহতের নাম নোমান। সে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকার আবু সাঈদ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৮ জানুয়ারি বেলা ১১টার দিকে নোমান তার সৎভাই নাহিদ সরকারের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর হতে নিখোঁজ হয় নোমান। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি।

গাজীপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে আবু সাঈদের প্রথম স্ত্রীর ছেলে নাহিদ সরকার (২২)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিশুটির মা সাইদা পারুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপ্রেক্ষিতে পুলিশ বুধবার নাহিদকে গ্রেফতার করে।

এদিকে সোমবার দুপুরে স্থানীয় কয়েক শিশু বাড়ির পাশ্ববর্তী সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বাগানের গাছ থেকে বরই পাড়তে যায়। এ সময় তারা সেখানে কলা গাছের ঝোপের ভেতরে নোমানের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, শিশুটির পরনে থাকা জ্যাকেটের ফিতা তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রায় সপ্তাহখানেক আগে শিশুটি নিখোঁজ হলেও তার লাশে পচন ধরেন নাই। বেশ কিছুদিন ধরে সাঈদের দুই সংসারের সদস্যদের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরেই শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments