লালমনিরহাটে একজন স্কুল শিক্ষককে ভোটার তালিকায় মৃত দেখানোয় তিনি অধিকাংশ ক্ষেত্র ভোগ করতে পার পারছেন না সরকারের দেওয়া অধিকাংশ সুযোগ-সুবিধা। এমনকি তিনি নিতে পারেননি করোনার ভ্যাকসিনও। এমন অভিযোগ করেছেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাকেয়া টেপা গ্রামের মৃত হিরম্বয় চন্দ্র রায়ের ছেলে লক্ষী কান্ত রায়।
তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালা পুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ভোটার তালিকায় তার নাম না থাকায় গত সংসদ নির্বাচনসহ কোন নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি, নিতে পারেননি করোনা ভ্যাকসিনও।
স্কুল শিক্ষক লক্ষ্মী কান্ত রায় জানান, বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনও করতে গিয়ে বিপাকে পড়েন। তিনি বিভিন্ন বিড়ম্বনার শিকারও হচ্ছেন।
এ ব্যাপারে তিনি সদর উপজেলা নির্বাচন অফিসে একটি লিখিত অভিযোগ করলে ২০১৪ সালের ৩ জুন তার মৃত্যু হয়েছে মর্মে একটি কাগজ ধরিয়ে দেয়া হয়। সূত্রঃ সময় টিভি।