মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ অভিযানে কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা, এলজি অস্ত্র ও কার্তুজসহ দম্পতি আটক হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এলাকার মোহাম্মদ নুর, শফিক আলম ও জাহানারার বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মোহাম্মদ নুর ও তার স্ত্রী নুরে জান্নাত। তাদের কাছ থেকে ৫২ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা জানান, মাদকের বড় চালানের খবরের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের সহযোগিতায় ওই বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্বামী-স্ত্রী দুজনকে ইয়াবা, এলজি ও কার্তুজসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।