নাটোরে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেলেন নাটোর সদরের ৪২ জন বিভিন্ন শ্রেণিপেশার ব্যাক্তিরা।
শুক্রবার (৭ মে) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানবিক সহায়তা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম।
এর আগে আবেদনকারীরা ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা চান।
ইউএনও জাহাঙ্গীর আলম জানান, যাচাই-বাছাই করে ৪২ জন বিভিন্ন শ্রেণিপেশার অসহায়দের মধ্যে ১০ কেজি চাল, এক লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, এক কেজি লবণ, দুই প্যাকেট সেমাই ও এক কেজি চিনি বিতরণ করা হয়েছে।