শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়ার সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১২ শিক্ষক ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, দাবি আদায়ের জন্য দেশের সব প্রাথমিক শিক্ষক গত ২৩ অক্টোবর ঢাকার মাহাসমাবেশে গিয়ে পুলিশের হামলার শিকার হয়।
স্ব স্ব বিদ্যালয় চত্বরে শিক্ষকরা কর্মসূচি পালনকালে জানান, গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে সারা দেশের মতো কলাপাড়ার শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।