fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটসাকিবের বিষয়ে সিদ্ধান্ত আজ

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আজ

ভারত সফরে সাকিবের না যাওয়ার গুঞ্জন উঠলেও এখনো বোর্ড ও সাকিবের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়নি কিছুই। সাকিবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এমনটাই জানালেন ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে আজ। এছাড়া সাকিব এখনো বোর্ডকে এ ব্যাপারে কিছু জানায়নি। তিনি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে দুই দিনের ছুটি নিয়েছেন বলেও জানান আকরাম।

এদিকে শর্তবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ায় সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কানাঘুষা হচ্ছিলো। তবে রোববার এ ব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইন অনুযায়ী সাকিব এটা করতে পারে না। এটা সেও জানে, ওই টেলিকম প্রতিষ্ঠানও জানে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি আছে। সে চুক্তির শর্তানুযায়ী ও এমন চুক্তি হতে পারে না। আমরা তাকে চিঠি দিচ্ছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটি। কেন সে এটা করল, তাকে বলতে হবে।’

অন্যদিকে, ভারত সফর থেকে তামিম ও সাইফউদ্দিনও ছিটকে গেছেন। তাই আবারো নতুন করে স্কোয়াড ঘোষণা হবে বলে জানিয়েছেন আকরাম। আর নতুন স্কোয়াড ঘোষণা করা হবে মঙ্গলবার। আজই জানা যাবে, কে হবে অধিনায়ক। এছাড়া তামিম, সাইফউদ্দিনের পরিবর্তে কারা খেলবে তাও জানা যাবে স্কোয়াড ঘোষণার পর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments