fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধদুর্নীতির অভিযোগে দুদকের মামলায় আটক ৩

দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় আটক ৩

আজ (১৮ নভেম্বর) বিভিন্ন অভিযানে জালিয়াতি, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় লক্ষ্মীপুরের সাবেক পোস্টমাস্টারসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উক্ত বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মাদারীপুরের এনায়েত নগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল কালাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাবরক্ষক মো. রুস্তম আলী ও সাবেক পোস্টমাস্টার শ্রীবাস চন্দ্র।

দুদকের কাছে জানা যায়, লক্ষ্মীপুরে কর্মরত থাকাকালীন সাবেক পোস্টমাস্টার শ্রীবাস চন্দ্র ৫ জন গ্রাহকের কাছ থেকে ৩০ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেন । মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সজেকা নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদ তাকে গ্রেফতার করেন।

অন্যদিকে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের হিসাবরক্ষক মো. রুস্তম আলীকে রাজশাহীর বনলতা এলাকা থেকে গ্রেফতার করেছে দুদকের একটি বিশেষ টিম। তিনি চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লট বরাদ্দে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে জালিয়াতির মাধ্যমে অবৈধ সুবিধা নিয়ে বরাদ্দের অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হন। উক্ত দুদক টিমের নেতৃত্বে ছিলেন দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।

মাদারীপুরের এনায়েত নগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুদক। গ্রেফতার আসামি এজাহার নামীয় অন্যান্য আসামিদের সাথে পরস্পর যোগাযোগের মাধ্যমে জমির শ্রেণি পরিবর্তন করে সর্বমোট ৭৬ জনকে অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ দিয়ে শস্তিযোগ্য অপরাধ করেছেন বলে জানায় দুদক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments