fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধসন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার, আসামী স্বামী

সন্তানসহ অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার, আসামী স্বামী

এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর দুই শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনাটি রংপুর নগরের বাহারকাছনায় ঘটেছে। নিহত ওই নারীর বড় ভাই বাবু মিয়া বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় নিহত নারীর স্বামী আবদুর রাজ্জাককে আসামি করা হয়।

গতকাল (রোববার) সকালে নিহত আসফিয়া আক্তার (৩৪), সহ তিন বছর বয়সী মেয়ে নেহা এবং দেড় বছর বয়সী ছেলে নিশাতের লাশ উদ্ধার হয়। আশফিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। নিহতের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহৃ পাওয়া গেছে। উক্ত ঘটনায় আটক নিহতের স্বামী অটোচালক আবদুর রাজ্জাককে (৪০) মামলার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।  বর্তমানে, আবদুর রাজ্জাক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ‘মূলত পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রাজ্জাক মাদকাসক্ত হতে পারে। আরো জানা যায় যে, দেড় বছর আগে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের বাহারকাছনা হাতীবান্ধা সেতুসংলগ্ন এলাকায় জমি কিনে আবদুর রাজ্জাক টিন দিয়ে একটি ঘরের বাসস্থান করে সেখানে থাকতে শুরু করেন। পুর্বে, তিনি সপরিবারে নগরের রেলস্টেশনের পীরপুর এলাকায় থাকতেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments